Jacqueline Fernandez এর জীবন \'ধ্বংস\' করেছেন সুকেশ

2023-01-19 0

২০০ কোটির আর্থিক তছরূপ মামলায় নাম জড়ানোর পর প্রায়শয়ই আদালতের চক্কর কাটতে হচ্ছে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ এবং নোরা ফতেহিকে। আর্থিক তছরূপ মামলায় নাম জড়ানোর পর থেকে জ্যাকলিন যেমন ভারত ছাড়তে পারছেন না, তেমনি নোরাকে দেখা যাচ্ছে বার বার আদালতের বাইরে।